রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে জলবায়ু ঝুঁকিপুর্ণ ফোকাস গ্রুপের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ হলরুমে রাজারহাট উপজেলায় জলবায়ু ঝুঁকিপুর্ণ ফোকাস গ্রুপের সাথে আলোচনা প্রধান অতিথি ছিলেন জলবায়ু পরিবর্তন অনুবিভাগের অতিরিক্ত সচিব মিজানুল হক চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দ্দী বাপ্পি, ভাইস চেয়ারম্যান আসিকুল ইসলাম মন্ডল(সাবু), উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকলিমা বেগম, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ঘড়িয়ালডাঙ্গা ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকার। এতে উপস্থিত ছিলেন উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নদীভাঙন কবলিত মানুষ ও ইউপি সদস্য। অতিরিক্ত সচিব মিজানুল হক চৌধুরী বলেন, একজন মানুষের দৈনিক ৫লাখ টাকার অক্সিজেন প্রয়োজন। গাছ থেকে এ অক্সিজেন আসে। এজন্য গাছ লাগিয়ে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়া যাবে।

(পিএস/এসপি/সেপ্টেম্বর ২০, ২০২১)