বরগুনা প্রতিনিধি : আমতলী উপজেলায় দুর্গা পূজার জন্য আগাম প্রস্তুতি চলছে। কাঁশ ফুলের সাদা সুভ্রতা মনে করিয়ে দেয় দেবী দুর্গার আগাম বার্তা। তাই শরদীয় উৎসব জমিয়ে তুলতে প্রতিমা তৈরীতে এখন ব্যাস্ত সময় কাটাচ্ছেন উপজেলার প্রতিমা তৈরীর কারিগররা। পূজা মন্ডপের প্রস্তুতির কাজ চলছে পুরোদমে। হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহত এ ধর্মীয় উৎসবকে সামনে রেখে ইতিমধ্যে ভিন্ন আমেজ বইতে শুরু করেছে। উপজেলার বিভিন্ন পূজা মন্ডপগুলোতে দেখা গেছে, প্রতিটি পূজা মন্ডপে মাটির তৈরী প্রতিমার কাজ চলছে। এঁটেল মাটি, বাঁশ, খর, সুতলির দাম বাজারে অনেক চড়া।

এবার প্রতিমা তৈরীতে খরচ বেড়েছে। ফলে প্রতিমা তৈরীতে প্রয়োজনীয় সামগ্রীসহ ভাস্কররাও তাদের মজুরী বাড়িয়ে দিয়েছে। কারিগররা জানান, একটি প্রতিমা তৈরীতে ৩৫-৪০ হাজার টাকা খরচ হয়। তাদের মজুরীসহ এই টাকা নেওয়া হয়। উপজেলা কেন্দ্রিও শ্রী শ্রী দুর্গা মন্দিরের সভাপতি শ্রী মিল্টন শীল জানান, আগামী ৩০ সেপ্টেম্বর শারদীয় দুর্গা দেবীর বোধন ও ষষ্ঠাদি কল্পরাম্ভের মধ্য দিয়ে পুজা অনুষ্ঠান শুরু হবে।

(এমএইচ/এএস/সেপ্টেস্বর ১১, ২০১৪)