আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে পারিবারিক কলহে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে গোলাম মোস্তফা (৪২) নামে এক দোকান কর্মচারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। নিহত গোলাম মোস্তফা উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ছোট আখিরা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। এ ঘটনায় সোমবার বগুড়া সরদ থানায় একটি ইউডি মামলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ৮টায় পারিবারিক কলহে গোলাম মোস্তফা সান্তাহার খাড়ির ব্র‍ীজ কবরস্থান এলাকায় বসে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়েছি এই বলে তার স্ত্রী কাছে ফোন দেয়। পরে তার স্ত্রীসহ পরিবারের লোকজন এসে অসুস্থ অবস্থায় আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রায় ৩ ঘন্টা চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২ টায় তিনি মারা যান।

এ ব্যাপারে বগুড়া সদর থানার উপ পরিদর্শক গোলাম রসুল বলেন, খবর পেয়ে শজিমেক হাসপাতাল পরিদর্শন করে নিহত গোলাম মোস্তফার মরদেহ মর্গে পাঠিয়ে দিই। তিনি আরও বলেন এঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

(এস/এসপি/সেপ্টেম্বর ২০, ২০২১)