রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার তালা ও কলারোয়া উপজেলার ২১টি ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে যারা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তারা হলেন তালা সদরের সরদার জাকির হোসেন (আ.লীগ), খলিলনগর ইউনিয়নের প্রণব ঘোষ বাবলু (আ.লীগ), তেতুলিয়া ইউনিয়নের আবুল কালাম (আ.লীগ), মাগুরা ইউনিয়নের গণেশ চন্দ্র দেবনাথ (আ.লীগ), ইসলামকাটী ইউনিয়নের গোলাম ফারুক(স্বতন্ত্র), ধানদিয়া ইউনিয়নে মোঃ জাহাঙ্গীর হোসেন(স্বতন্ত্র), সরুলিয়া ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল হাই, জালালপুর ইউনিয়নে মোঃ মফিদুল হক লিটু(স্বতন্ত্র), খেশরা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ কামরুল ইসলাম লাল্টু। তবে খলিশখালি ইউনিয়নে ফলাফল ঘোষণা নিয়ে আওয়ামী লীগ প্রার্থী ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির প্রার্থীর মধ্যে দড়ি টানাটানি চলছে।

অপরদিকে কলারোয়া উপজেলায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন যুগীখালি ইউনিয়নে রবিউল হাসান(আ.লীগ), সোনাবাড়িয়া ইউনিয়নে বেনজির হোসেন(আ.লীগ), লাঙলঝাড়া ইউনিয়নে অধ্যাপক আবুল কালাম (আ.লীগ), দেয়াড়া ইউনিয়নে মাহবুবুর রহমান মফে(আ.লীগ), হেলাতলা ইউনিয়নে মোঃ মোয়াজ্জেম হোসেন(স্বতন্ত্র), জয়নগর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিশাখা সাহা, জালালাবাদে মাহফুজুর রহমান নিশান(স্বতন্ত্র), কয়লা ইউনিয়নে সোহেল রানা(স্বতন্ত্র), চন্দনপুর ইউনিয়নের মোঃ ডালিম হোসেন(স্বতন্ত্র)। এছাড়া ভোট গননায় এগিয়ে রয়েছেন কেঁড়াগাছি ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আফজাল হোসেন হাবিল।

(আরকে/এসপি/সেপ্টেম্বর ২০, ২০২১)