নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরের কদিমচিলান ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আনছারুল ইসলামের নিজস্ব অর্থায়নে দুই দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে ৩ শতাধিক দরিদ্র ও সুবিধা বঞ্চিত অসহায় রোগীরা বিনামূল্যে ঔষধ সহ চিকিৎসা সেবা পেলো।  সোমবার ও মঙ্গলবার দিনব্যাপী উপজেলার কদিমচিলান ইউনিয়নের হাজিরহাট বাজারে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। 

ইউনিয়নের প্রায় ১৪ টি গ্রাম থেকে অসহায় সুবিধাবঞ্চিত মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে ক্যাম্পে ভিড় জমান।
ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী আনছারুল ইসলাম জানান, মূলতঃ মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে আমার ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের দরিদ্র জনগোষ্ঠির মাঝে উন্নত স্বাস্থ্য সেবা দিতে দুই ‍দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প করা হলো। ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডে চাহিদা মোতাবেক এই ক্যাম্প ধারাবাহিক ভাবে চালু রাখার ইচ্ছে রয়েছে।

সোমবার ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শফিকুল ইসলাম শফি, সহ-সভাপতি আনছারুল ইসলাম, সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম, যুগ্ম সম্পাদক
ইশাহক আলী, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সোহাগ সরদার সহ অন্যান্য নেতা-কর্মীরা।

(এডিকে/এসপি/সেপ্টেম্বর ২১, ২০২১)