লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে বাংলাদেশ  আওয়ামী যুবলীগের সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল করতে যুবলীগের  বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২১ সেপ্টেম্বর দুপুরে স্থানীয় একটা রেস্টুরেন্টে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান চপল।

লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের নেতা মোঃ শামসুল ইসলাম পাটোয়ারী, এড রিগ্যান চৌধুরী, মুক্তার হোসেন চৌধুরী কামাল, এ্যাডভোকেট শওকত হায়াত, মোজাম্মেল মিশু প্রমূখ।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ্ আল নোমানের সঞ্চালনায় জেলা যুবলীগের আয়োজনে বর্ধিত সভায় জেলা যুবলীগের নেতা ও জেলার নয়টি সাংগঠনিক উপজেলার সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান পবন বলেন, নতুন শক্তি নিয়ে জেগে উঠবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখতেন। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করতেন। বঙ্গবন্ধুর সেই আদর্শের সোনার বাংলাদেশ গড়তে সোনার ছেলেদের ভূমিকা রাখতে হবে।

এ ছাড়া বর্ধিত সভা উপলক্ষে কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৩ নভেম্বর সম্মেলনে ভোটের মধ্যেমে জেলা যুবলীগের আহ্বায়ক এ কে এম সালাহ্ উদ্দিন টিপুকে সভাপতি ও আব্দুল্লাহ আল নোমানকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।

(এস/এসপি/সেপ্টেম্বর ২২, ২০২১)