সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ২০২১-২২ আর্থিক সালে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্পের আওতায় ফরিদপুরের সালথায় পোনামাছ অবমুক্ত করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার বালিয়া বিল, বাহিরদিয়া বিল ও উপজেলা পরিষদের পুকুরে ২৮৩ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস, উপজেলা মৎস্য অফিসার রাজীব রায়, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান জুয়েল, যুবলীগ নেতা বাকি বিল্লাহ সহ আরো অনেকে।

উপজেলা মৎস্য অফিসার রাজিব রায় বলেন, ৮০ হাজার টাকা বরাদ্দে আজকে ৬টি স্থানে ২৮৩ কেজি দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। পোনামাছ অবমুক্তকরণ অব্যাহত থাকবে

(এন/এসপি/সেপ্টেম্বর ২২, ২০২১)