সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : একমাস পেরিয়ে গেলেও কেন্দুয়া থানা পুলিশ নোপাই বিল থেকে উদ্ধার করা মাথা বিহীন লাশটি কার তা সনাক্ত করতে পারেনি। লাশ উদ্ধারের পর থেকেই এলাকার জনমতে একধরনের আতংক বিরাজ করলেও লাশ সনাক্ত কিংবা অপরাধীদের চিহ্নিত করতে না পারায় জনমতে ভীতি লেগেই আছে। তবে এলাকাবাসী মামলাটি সিআইডি পুলিশের মাধ্যমে তদন্তের জোর দাবী করছেন। 

চলতি বছরের গত ১৯ আগস্ট সন্ধ্যার পর কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের খরমুহুরী গ্রামের পাশে নোপাই বিল থেকে মাথা বিহীন এক গলিত লাশ উদ্ধার করে কেন্দুয়া থানা পুলিশ। উদ্ধারের পর লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। এদিকে ওই দিন রাতেই পুলিশের এস.আই রুকনুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে কেন্দুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা কেন্দুয়া থানা পুলিশের এস.আই মাহবুবুর রহমান চকদার জানান, মামলাটির তদন্ত চলছে, লাশ সনাক্তের জন্য সারা দেশে বেতার বার্তাও পাঠানো হয়েছে। তিনি বলেন, মোবাইলে কিশোরগঞ্জ নেত্রকোণা, ময়মনসিংহ ও সুনামগঞ্জ জেলার সকল থানার ওসির নাম্বার সংগ্রহ করে তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। কিন্তু এ বিষয়ে কোন থানায় হারানোর জিডি নেই বলে জানান। গত ২০ আগস্ট মামলাটির তদন্তে আসেন, নেত্রকোণার পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সি ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ মনিরুল ইসলাম।

অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, লাশটি সনাক্ত করণের জন্য যথা সম্ভব সব চেষ্টা করা হচ্ছে কিন্তু এখনও সনাক্ত করা সম্ভব হয়নি। লাশটি সনাক্তের জন্য গত ২২ আগস্ট সিআইডিতে গেজেট প্রকাশের জন্য বিশেষ পুলিশ সুপার বরাবর আবেদন করা হয়েছে। এছাড়া গত ২৪ আগষ্ট ডিএনএ পরীক্ষার জন্য সিআইডি মালিবাগ কার্যালয়ে চীফএনালিস্ট বরাবর মেরুদন্ড থেকে হারের অংশ, বুকের হারের অংশ ও পঁচা স্কিনের অংশ বিশেষ দূত মাধ্যম পাঠানো হয়েছে।

তদন্ত কর্মকর্তা জানান, লাশের পরনে নিচের অংশে লাল, সাদা, হালকা ও গোলাপি রঙের গ্রামিন চেকের একটি স্কাট ছিল। মামলাটি সিআইডির মাধ্যমে অধিকতর তদন্তের জন্য গত ৯ সেপ্টেম্বর অতিরিক্ত আইজিপি সিআইডি বাংলাদেশ পুলিশ মালিবাগ বরাবর, আবেদন করেন বলেন জানান তিনি।

গড়াডোবা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান খান সোহাগ বলেন, নোপাই বিল থেকে উদ্ধার করা মাথা বিহীন লাশটি কার এটি সনাক্ত করা আমাদের এলাকার সকল মানুষের দাবী। এজন্য তিনি এই মামলাটি অধিকতর তদন্তের মাধ্যমে সিআইডিতে হস্তান্তর করে লাশটি সনাক্তের মাধ্যমে অপরাধিদের আইনের আওতায় আনার দাবী জানান।

(এসবি/এসপি/সেপ্টেম্বর ২২, ২০২১)