কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া শহরের রেনউইক বাঁধ এলাকায় গড়াই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছে।

কুষ্টিয়া ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বেসরকারি কলেজের দ্বিতীয় বর্ষের চতুর্থ সেমিস্টারের ছাত্র নিখোঁজ সজিব-উল-ইসলামকে উদ্ধারে কাজ করছে স্থানীয় লোকজন।

নিখোঁজ সজিব পাবনা জেলার রূপপুরের বুলু মোল্লার ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে উক্ত ছাত্রসহ চারবন্ধু শহর ঘেঁষা রেনউইক বাঁধ এলাকায় গড়াই নদীর বালুচরে ফুটবল খেলছিল।

খেলা শেষে বেলা দুইটার দিকে গড়াই নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে সজিব নামের কলেজ ছাত্র পানিতে ডুবে যায়।
তাকে খুঁজে না পেয়ে অপর তিন বন্ধু ডাঙ্গায় ফিরে এসে স্থানীয়দের বিষয়টি জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টির খোঁজ খবর নেয়।
স্থানীয় লোকজন নিখোঁজ সজিবকে উদ্ধারে কাজ করছে। নিখোঁজ সজিবের বোনসহ তার পরিবারের লোকজন নদী কুলে আহাজারি করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন জানান, সজিবকে উদ্ধারে স্থানীয়ভাবে চেষ্টা করা হচ্ছে। কুষ্টিয়ায় কোন ডুবুরি না থাকায় খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে তলব করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এদিকে, ঘটনার পর কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

(কেএইচ/পি/সেপ্টেম্বর ১১, ২০১৪)