এমএ হীরা, গোয়ালন্দ (রাজবাড়ী) : দৌলতদিয়া পোড়াভিটায় ০৫ জনকে মাদক সেবনের দায়ে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী, সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া পোড়াভিটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক (হেরোইন ও গাজা) সেবনের দায়ে প্রত্যেককে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থ দন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত আসামিরা হলো,দৌলতদিয়া ০৬ নং ওয়ার্ড যদু ফকির পাড়ার মৃত জয়নাল খানের ছেলে মোঃ আসলাম খান(৪৫), দৌলতদিয়া ০৫ নং ওয়ার্ড পোড়াভিটার লিয়াকত কাজীর ছেলে মোঃ হেদায়েত কাজী(৩০),দৌলতদিয়া ০৬ নং ওয়ার্ড যদু ফকির পাড়ার মৃত আনছার ফকিরের ছেলে মোঃ কাশেম ফকির (৪২),দৌলতদিয়া ০২ নং ওয়ার্ড মজিদ ফকির পাড়ার মৃত মেছের সরদারের ছেলে মোঃ আমজাদ (৪০), দৌলতদিয়া ০৬ নং ওয়ার্ড ক্যানেল ঘাট এলাকার মৃত সাহাদত শেখের ছেলে মোঃ মিজানুর রহমান (৩৫) । আসামিদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।

(এইচ/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০২১)