আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেওয়া করোনা সুরক্ষার বিশেষ উপহার সামগ্রী পেয়েছেন শেবাচিম হাসপাতালের ৫০ জন করোনাযোদ্ধা চিকিৎসক।

বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের অধ্যক্ষর কাছে সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়েছে। অধ্যক্ষের সভাকক্ষে করোনার সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। এ সময় মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মনিরুজ্জামান শাহিন, হাসপাতালে পরিচালক ডা. মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

সূত্রমতে, আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শেবাচিম হাসপাতালের ৫০ জন করোনাযোদ্ধা চিকিৎসককে বিশেষ উপহার সামগ্রী দেওয়া হয়েছে।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০২১)