রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সুন্দরবনের নিষিদ্ধ এলাকা থেকে ৪ জেলেকে আটক করেছ বনবিভাগ। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে বনবিভাগের পুস্পকাটি ষ্টেশন কর্মকর্তা ফারুক হোসেনের নেতৃত্বে এক আভিযানে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিড়ালক্ষী গ্রামের মোঃ ফেরদাউস মোল্ল্যা (৬৫), একই গ্রামের জাহাঙ্গীর আলম (২৫), জালাল উদ্দীনে (৩২), আটুলিয়া গ্রামের আব্দুল মাজেদ গাজী (৪০)।

বনবিভাগ সূত্র জানায়, সুন্দরবনের নিষিদ্ধ এলাকায় অবৈধ অনুপ্রবেশ করে কয়েকজন জেলে মাছ ধরছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের পুস্পকাটি ষ্টেশন কর্মকর্তা ফারুক হোসেনের নেতৃত্বে টহল ফাঁড়ির সদ্যসরা রাতে সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ বলেন, সুন্দরবনের নিষিদ্ধ এলাকায় প্রবেশের কারণে জেলেদেরকে আটক কারা হয়েছে। আটককৃতদের বন আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

(আরকে/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০২১)