মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার হোগলডাঙ্গা গ্রামে বৃহস্পতিবার সকালে বিবাদমান দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয় গ্রুপের অন্ততঃ ১৫ জন আহত হয়েছে । এদের মধ্যে ৬ জনকে আশংকাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভতি করা হয়েছে। সংঘর্ষ চলাকালীন সময়ে উভয় পক্ষই প্রতিপক্ষের  ৮-১০ বাড়ি-ঘর ব্যাপক ভাংচুর ও লুটপাট সাধন করে।

এলাকাবাসী জানান,উপজেলার হোগলডাঙ্গা গ্রামের আব্দুল মালেক মেম্বর ও মিজানুর রহমান এর মধ্যে গ্রাম্য দলাদলি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে উত্তেজনা চলে আসছিল। উত্তেজনার একপর্যায়ে বুধবার গভীর রাতে মালেক গ্র“পের লোকজন মাদক বিক্রির অজুহাতে মিজান গ্র“পের সমর্থক মাদক সম্রাট বাচ্চুকে বেধড়ক পিটিয়ে মারাত্বক আহত করে। এ ঘটনার সূত্রধরে গতকাল বৃহস্পতিবার ভোর সকালে উভয় গ্র“পের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র¿ ঢাল,সড়কি,ভ্যালা,রামদা,ছ্যানদা ও লাঠি-সোঠা নিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় । সংঘর্ষে এসময় উভয় গ্র“পের অন্ততঃ ১৫ জন গ্রামবাসী আহত হয় । এদের মধ্যে বাচ্চু(৩৫),জসিম(২৫),লুৎফর(৫০),বাবু মন্ডল(৪০),উজির(৪৫) ও ইউসুফ খলিফা(৪৫)কে আশংকাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর বিকালে একপর্যায়ে প্রতিপক্ষ হাকিম মিয়া,বিল্লাল,মিল্টন,সমশের,গোলাম রসুল ও বাবুসহ ৮-১০ জনের বাড়ি-ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট সাধন করে । সংবাদ পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন । তবে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন রয়েছে ।

(ডিছি/পি/সেপ্টেম্বর ১১, ২০১৪)