মাজহারুল হক লিপু, মাগুরা : মাগুরা সদর উপজেলার বজরুকশ্রীকুন্ডি এলাকায় এক ব্যক্তির  বিরুদ্ধে প্রতিবেশি  এক ছাত্রকে (১১) বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ওই ছাত্রকে তাঁর বাবা মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করেছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, অভিযোগ না পেলেও তাঁর বাড়িতে গিয়ে ওই অভিযুক্ত ব্যক্তিকে পাওয়া যায়নি। তিনি পলাতক রয়েছেন।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ওই ব্যক্তি ওষুধ আনার কথা বলে শিশুটিকে নিজের বাড়ির একটি কক্ষে বলাৎকার করেন। ওই ব্যক্তি এ ঘটনা কাউকে না বলার জন্য শিশুটিকে হুমকি দেন। শুক্রবার শিশুটি ওই ঘটনা মা-বাবাকে জানায়।

ওই শিশু বলে, ‘ঘটনাটি কাউকে না জানানোর জন্য ওই ব্যক্তি আমাকে ভয় দেখান। আমারে আমারে থেকে বাইরে আসতে দেয় নাই। আজ সকালে আমাকে হাসপাতালে ভর্তি করায়।’

মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের জরুরী বিভাগের পিকিৎসক অমর প্রসাদ বিশ্বাস জানান, মিশুটির চিকিৎসা চলছে। সে গুরুতর আহত।

(এম/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০২১)