চট্রগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বহনকারী বাসে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। বৃহস্পতিবার সকালের দিকে তাঁরা মানববন্ধন করেন। সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক ই-মেইল বার্তায় এ খবর জানানো হয়।

মানববন্ধনে শিবির নেতারা বলেন, ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ধ্বংস করার জন্য মরিয়া হয়ে উঠেছে। হল খুলে দেয়ার ন্যায্য দাবিতে সাধারণ ছাত্রদের ডাকা চলমান আন্দোলনকে বাধাগ্রস্ত করে ছাত্রলীগের নেতারা ফায়দা হাসিল করতে এমন ন্যাক্করজনক অধ্যায়ের অবতারণা করেছে। সরকারের সোনার ছেলেরা শিক্ষক বাসে হামলা চালিয়েই ক্ষান্ত হয়নি। তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অফিস তল্লাশি করে ভিন্ন মতাদর্শের শিক্ষকদের উপর হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ে তাদেরকে মারাত্মকভাবে আহত করেছে। শিবির নেতারা এমন ঘৃণ্য তৎপরতার তীব্র নিন্দা জানিয়ে শিক্ষক বাস ও শিক্ষকদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে আরও বক্তব্য দেন- চবি শিবির নেতা আব্দুল হান্নান, সাইফুল ইসলাম, জামাল উদ্দিন, সিদ্দিক আসলাম ও জসিম চৌধুরী প্রমুখ।

(ওএস/অ/সেপ্টেম্বর ১১, ২০১৪)