সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক নেত্রকোণা-৩ আসনের এমপি অসীম কুমার উকিল বলেছেন, দেশে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়নে বর্তমান সরকারের কোন বিকল্প নেই। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী। করোনাকালীন সময়ে প্রায় দেড়বছর স্কুল কলেজ বন্ধ থাকার পর খুলেছে।

তিনি সকল শিক্ষার্থী ও শিক্ষকমন্ডলীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্বাগত জানিয়ে অসীম কুমার উকিল বলেন, শিক্ষা খাতে বাজেটের কোন ঘটতি নেই। রাষ্ট্র নায়ক শেখ হাসিনা এ বিষয়ে যথেষ্ট সজাগ দৃষ্টি রাখছেন। তিনি স্কুল কলেজের ছাত্রছাত্রীদের সুষ্ঠু ভাবে লেখাপড়া করে দেশ সেবার কাজে আত্ম নিয়োগ করার আহবান জানান।

বৃহস্পতিবার তেলিগাতি ডিগ্রী কলেজ ও শুক্রবার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের ভূঞা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, তেলিগাতী কলেজের গভর্নিংবডির সভাপতি সহ সদস্যবৃন্দ ও কলেজের শিক্ষকগণ। এদিকে প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আসাদুল হক ভূঞা প্রমুখ।

(এসবি/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০২১)