আমতলী (বরগুনা) প্রতিনিধি : ১০ বছরের শিশু মোস্তাফিজুর রহমান তুহিন ঘরে একা রশি নিয়ে খেলছিল। ওই রশি গলায় পেঁচিয়ে শিশু তুহিন নিহত হয়েছে। ঘটনা ঘটেছে শুক্রবার রাতে বরগুনার তালতলী উপজেলার ছাতনপাড়া গ্রামে।    

জানা গেছে, উপজেলার ছাতনপাড়া গ্রামের মোতালেব হোসেন লিটনের ছেলে তালতলী মদিনাতুল উলুম মাদ্রাসার নাজরানা বিভাগের ছাত্র মোঃ মোস্তাফিজুর রহমান তুহিন ঘরে অব্যহহৃত ট্রাউজারের রশি নিয়ে খেলতেছিল। ওই রশি শিশু তুহিনের গলায় ফেঁসে যায়। এ সময় ঘরে কেউ ছিল না। মা রেবা বেগম বাহিরে কাজ করছিল। শিশুর সারা শব্দ না পেয়ে মা রেবা বেগম ঘরে এসে শিশুটিকে গলায় রশি পেঁচানো অবস্থায় দেখতে পায়। পরে তিনি শিশুটির গলা থেকে রশি খুলে ফেলেন। তাৎক্ষনিক শিশুটিকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ দীলিপ রায় শিশুটিকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন। পুলিশ তদন্ত শেষে পরিবারের দাবীর প্রেক্ষিতে শিশুটির মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করেছে।

নিহত শিশু মোস্তাফিজুর রহমান তুহিনের মা রেবা বেগম কান্নাজনিত কন্ঠে বলেন, ছেলে ছুটিতে মাদ্রাসা থেকে গতকাল বাড়িতে আসে। শুক্রবার রাতে ঘরে একা অব্যবহৃত ট্রাউজারের রশি নিয়ে খেলতেছিল। ওই ট্রাউজারের রশি গলায় পেচিয়ে মারা গেছে।

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ দীলিপ রায় বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পুর্বেই মারা গেছে। শিশুটির গলায় রশি পেচানোর চিহৃ রয়েছে।

তালতলী থানার ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম বলেন, পরিবারের দাবীর প্রেক্ষিতে শিশুটির মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করেছে।

(এন/এসপি/সেপ্টেম্বর ২৫, ২০২১)