মাগুরা প্রতিনিধি : পুলিশের সামনে ফরিদপুর সশস্ত্র সন্ত্রাসী বাবু ও বিল্লাল বাহিনী ‘গড়াই সেতু’র টোল আদায়ের টেন্ডার ড্রপিং করতে দেয়নি মাগুরার বিশিষ্ট ঠিকাদার মীর আবু সাইদকে।

মাগুরার বিশিষ্ট ঠিকাদার মীর আবু সাইদ লিখিত অভিযোগে জানান, বৃহস্পতিবার ফরিদপুর-মাগুরা সড়কের গড়াই সেতু’র টোল আদায়ের টেন্ডার ড্রপিং করতে ফরিদপুর সড়ক অফিসে যান তিনি। সকাল ১০টার দিকে পুলিশের সামনে অস্ত্র ঠেকিয়ে সন্ত্রাসী বাবু ও বিল্লালের নেতৃত্বে ১৫/২০ জন তাকে জিম্মি করে অফিসের বাইরে নিয়ে যায়। সন্ত্রাসীরা আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার লোক পরিচয় দিয়ে টেন্ডার ড্রপিং করতে না দিয়ে জীবন নাশের হুমকি দেয়। দুপুর ১২টায় টেন্ডার জমার শেষ সময় পার হলে দুপুর ১টায় তারা মাগুরা ফিরে যেতে বলে। সন্ত্রাসীরা চলে গেলে পূনরায় সড়ক অফিসে নির্বাহী প্রকৌশলীকে বিষয়টি মৌখিক ভাবে অবহিত করে টেন্ডার বাতিলের অনুরোধ জানানো হয়েছে।‏

ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রেহেনা হক মোবাইলে জানান, গত বছর গড়াই সেতু’র টেন্ডার বিট হয়েছিল ৫ কোটি ৪০ লাখ টাকা কিন্তুু এ বছর একটি চক্রের কারসাজির কারনে কাংখিত মূল্যে পৌছাতে পারেনি। একদল সন্ত্রাসী টেন্ডার ড্রপিং করতে বাধা দেওয়ার মৌখিক অভিযোগ করেছেন মাগুরার ঠিকাদার মীর আবু সাইদ। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

(ডিএস/অ/সেপ্টেম্বর ১১, ২০১৪)