মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের কাঠের আঘাতে বড় ভাই জিয়াউর রহমান (৫০) খুন হয়েছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের আইনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিয়াউর রহমান একসময় সৌদি প্রবাসী ছিলেন বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে নিহত জিয়াউর রহমানের সাথে পরিবারের দ্বন্দ্ব চলে আসছিলো দীর্ঘদিন যাবত। শনিবার সকালে বাড়ির পাশের জমিতে বীজ বপনের জন্য মাটি খুড়ছিলেন তিনি। এসময় জমি নিয়ে তাঁর ছোট ভাই তাইদুল মিয়ার সাথে তর্কাতর্কি হয়, কিছুক্ষণ পর তাইদুল ওই স্থান থেকে চলে যায়। এর পর এমদাদুল হক নামে আরেক ছোট ভাই ঘুম থেকে উঠে কিছু না বলে কাঠের টুকরো দিয়ে বড় ভাই জিয়াউর রহমানকে আঘাত করলে সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

ওই সময় ঘটনাস্থল থেকে জিয়াউর রহমানকে পরিবারের সদস্যরা উদ্ধার করে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসার পথে তাঁর মৃত্যু হয়। এঘটনায় পুরো এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে নিহত জিয়াউর রহমানের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসে সদর মডেল থানা পুলিশ। এরিপোর্ট লেখা পর্যন্ত নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।

খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত ছোট ভাই এমদাদুল হক পলাতক রয়েছে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, অভিযুক্ত আসামি পলাতক রয়েছে, তবে এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের করেনি নিহতের পরিবার।

(একে/এসপি/সেপ্টেম্বর ২৫, ২০২১)