ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : দীর্ঘ ৭ বছর পর আগামী ২৯ শে সেপ্টেম্বর ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলন উপলে শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ঈশ্বরদী  আওয়ামী লীগ কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পাবনা ৪ মাননীয় সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস। সঞ্চালনা করেন পাবনা জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক আব্দুল মান্নান।

সভায় বক্তব্য রাখেন জেলার সহ-সভাপতি আবুল কালাম আজাদ বাবু, জেলার উপদেষ্টামন্ডলীর সদস্য লিয়াাকত আলী তালুকদার, পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন, জেলা আওয়াামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিক মাহজেবীন শিরিন প্রিয়া, জেলার উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার সৈয়দ আলী জিরু।

ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মিন্টু, ঈশ্বরদী পৌর আওয়াামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইসাহক মালিথা, উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক আব্দুস সালাম খান, সাংগঠনিক সম্পাদক মীর জহুরুল হক পুনো, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম বাচ্চুসহ উপজেলা, পৌর এবং সাঁড়া, মুলাডুলি, দাশুড়িয়া, সলিমপুর, সাহাপুর লীকুন্ডা ও পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি- সম্পাদক এসময় উপস্থিত ছিলেন।

পরে জেলা আওয়ামী লীগের নেতারা উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের আগামী ২৯ তারিখের সম্মেলন সুষ্ঠ ও সফলভাবে সম্পন্ন করতে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

বর্ধিত সভা উপলক্ষে সকাল থেকেই আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে ভীড় জমাতে থাকেন। তারা পছন্দের প্রার্থীদের নামে তারা বার বার স্লোগান দিতে থাকেন। এসময় আওয়ামীলীগের দুই পরে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এই অবস্থায় ওই এলাকা দিয়ে চলাচলকারী পথচারী ও আশেপাশের দোকানদারদের মধ্যে ভীত-সন্তস্থ হতে দেখা গেছে। অনেকে ভয়ে দোকানপাটও বন্ধ করে দেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঈশ্বরদী থানা পুলিশের পাশাপাশি অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিলো।

(এসকেকে/এসপি/সেপ্টেম্বর ২৫, ২০২১)