নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় আন্ত:জেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দিবাগত রাতে পুলিশ সিংড়া উপজেলার বড় চৌগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
আটককৃতরা হলো সিংড়া উপজেলার বড়চৌগ্রাম গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে সোবহান (২৬), আজাহার আলীর ছেলে মুকুল (৩০) ও তায়েজ উদ্দিনের ছেলে জাবেরুল ইসলাম।

পুলিশ জানায়, আটককৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। দীর্ঘদিন ধরে তারা বগুড়া-নাটোর মহাসড়ক সহ বিভিন্ন স্থানে ডাকাতির সাথে জড়িত। তাদের নামে সিংড়া, বগুড়ার নন্দীগ্রাম বিভিন্ন থানায় ততোধিক ডাকাতি মামলা রয়েছে। এসব মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বড়চৌগ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। গ্রেফতারকৃত ডাকাতের মধ্যে মুকুল পুলিশ কর্মকর্তা আমজাদ হত্যা মামলার আসামী ছিল। আটককৃতদের বুধবার আদালতের মাধ্যমে ১৬৪ ধারায় জবানবন্দী রের্কড করার পর জেল হাজতে পাঠানো হয়।
(এমআর/এএস/এপ্রিল ২৩, ২০১৪)