গত শনিবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন নিউজ পোর্টালে " ঝিনাইদহে অবৈধ সম্পর্কের দোহাই দিয়ে নারী অফিস সহকারীকে চাকুরীচ্যুত" শিরোনামে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ সত্য নহে।ওই অফিস সহকারীর পরকীয়া থাকার কারণে তার স্বামী মো. রওশন মোল্লা বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাথে আলোচনা করে তাদের ইচ্ছা অনুযায়ী চাকুরী থেকে অব্যাহতি দেওয়া হয়।অফিসের কোন মিটিং এ ওই নারীকে শারীরিক ভাবে লাঞ্ছিত করা হয়নি।আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে জানতে পেরেছি ওই নারী অনেকের সাথে বিবাহের নামে প্রতারণা করে টাকা আত্মসাৎ করে থাকে। ওই সকল প্রকাশিত সংবাদ আমাদের প্রতিষ্ঠানের ভাবমূর্তি চরম ভাবে ক্ষুন্ন হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

মো. রনি আক্তর
প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত)
অধ্যক্ষ মোশাররফ হোসেন-সালেহা মাধ্যমিক বিদ্যালয়
গোয়ালপাড়া,সদর উপজেলা, ঝিনাইদহ।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২৬, ২০২১)