চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১১টায় ওমান থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-০২৪’র দুই যাত্রীর জুতার ভেতর থেকে ওই স্বর্ণগুলো উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।

এ সময় কুমিল্লার মোহাম্মদ সবুজ ও চট্টগ্রামের রাউজান উপজেলার গোলাম মোর্শেদ নামের এই দু’যাত্রীকে আটক করা হয়।

চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার ওথেলো চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বর্ণের ওজন এক কেজি ৭০০ গ্রাম। যার আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা। তাদের বিরুদ্ধে কাস্টমস আইন অনুযায়ী বিভাগীয় মামলা করা হবে বলে জানান তিনি।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ১২, ২০১৪)