নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ী রেলস্টেশনে অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত থেকে আসা ১২ বস্তা জিরা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত ১২ বস্তায় ৩০০ কেজি জিরা রয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৬টার দিকে ডেমু ট্রেন থেকে জিরাগুলো উদ্ধার করা হয়।

ফেনীস্থ-৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের (বিজিবির) ভারপ্রাপ্ত পরিচালক মেজর মোহাম্মদ শামীম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলার নোয়াখালী কুমিল্লা রুটের সোনাইমুড়ী রেলস্টেশনে যাত্রীবাহী ডেমু ট্রেনে অভিযান চালানো হয়। এ সময় ট্রেন থেকে ১২ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। ১২টি বস্তার মধ্যে প্রায় ৩শ’ কেজি জিরা রয়েছে। যার বাজারদর প্রতি কেজি ৪শ’ টাকা করে অন্তত ১ লাখ ২০ হাজার টাকা।

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. রহিমা খাতুন বলেন, জব্দকৃত জিরাগুলো ভারত থেকে অবৈধপথে আসা জিরা।

এ বিষয়ে সোনাইমুড়ী থানার ওসি আশরাফুল ইসলাম জানান, জব্দকৃত জিরাগুলো সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. রহিমা খাতুনের জিম্মায় রয়েছে।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ১২, ২০১৪)