স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা চলছে।

শুক্রবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়, চলবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৭৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এবার ১৬৪০টি আসনের বিপরীতে পরীক্ষা দিচ্ছে ৮০ হাজার ৪৪২ জন।

পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন, ব্লুটুথ বা টেলিযোগাযোগ করা যায় এমন কোনো ইলেক্ট্রনিক্স যন্ত্র নিয়ে আসা সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষা চলাকালীন এগুলো কারো সঙ্গে পাওয়া গেলে তাকে সরাসরি বহিষ্কার করা হবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী জানান, ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর ঢাবি ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির অভিযোগে সাতজনকে আটক করা হয়।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ১২, ২০১৪)