মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : টাংগাইলের নাগরপুরে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও শিশুদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর), উপজেলা প্রশাসন গয়হাটা এতিমখানায় এ অনুষ্ঠানের আয়োজন করে। নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত ই জাহানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান,উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ ফুয়াদ হোসেন,সহকারী প্রোগ্রামার মোঃ হাবিবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোঃ উজ্জল হোসেন মোল্লা প্রমুখ।

(এসএম/এসপি/সেপ্টেম্বর ২৮, ২০২১)