মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : টাঙ্গাইলের সখীপুরে খরিপ-২/২০২০-২১ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই ও সার বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজন উপজেলা পরিষদ হলরুমে কৃষকদের মাঝে এ বীজ ও সার বিতরণ করা হয়। এক বিঘা জমি চাষের জন্য ৬৪ জন কৃষককে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএসপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আ.লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিয়ন্তা বর্মণ, প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা লুৎফা, কৃষি সম্প্রসারণ অফিসার সাজ্জাদুর রহমান, ইসমত আরা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আনিছুর রহমান প্রমূখ ।

(এসএম/এসপি/সেপ্টেম্বর ২৮, ২০২১)