কুষ্টিয়া প্রতিনিধি : প্রশাসনের হস্তক্ষেপে রিক্তা (১২) নামের ৫ম শ্রেনীর এক স্কুল ছাত্রীর বিয়ে বন্ধ হয়েছে। জেলা প্রশাসন নিজেই ওই মেয়েটির পড়া লেখা করার খরচ বহনের দায়িত্ব নিয়েছেন।

বিভিন্ন সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলার আড়িয়া ইউনিয়নের আড়িয়া গ্রামের শরিফুল ইসলামের মেয়ে ৫ম শ্রেনীর স্কুল ছাত্রী রিক্তার বৃহস্পতিবার বিয়ের আয়োজন করা হয়।

বাল্যবিয়ের এ খবর পেয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন তাৎক্ষনাৎ দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসারকে বিয়ে বন্ধের নির্দেশ দেন।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমুল হক পাভেল ঘটনাস্থলে পৌঁছে বিয়ে বন্ধ করে দেন।

সেই সাথে বিয়ের পিড়িতে বসতে যাওয়া ওই শিশুটির পড়া লেখা চালিয়ে যাওয়ার খরচ জেলা প্রশাসক নিজেই বহন করবেন বলে আশ্বাস দেন।

(কেকে/এটিআর/সেপ্টেম্বর ১২, ২০১৪)