মংলা প্রতিনিধি : মংলার পৌর এলাকায় জোয়ারের পানি প্রবেশ রোধে শহরের উপর দিয়ে প্রবাহমান ঠাকুরানী, কাইনমারী ও কুমারখালী খালের উপর স্লুইচ গেট নির্মাণের উদ্যোগ নিয়েছে মংলা পোর্ট পৌরসভা।

পৌর মেয়র মো: জুলফিকার আলীর নির্মাণ ও ব্যবস্থাপনায় এবং নগর অঞ্চল প্রকল্পের আওতায় প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে এ স্লুইচ গেট নির্মাণ করা হচ্ছে। শুক্রবার সকালে এ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সাংসদ তালুকদার আব্দুল খালেক। এ সময় বাগেরহাটের জেলা প্রশাসক মু: শুকুর আলী, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার মো: তবিবুর রহমান ও পৌর মেয়র জুলফিকার আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে মংলা নদী পারাপারের জন্য নবনির্মিত ১ নং যাত্রী ছাউনির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তালুকদার আব্দুল খালেক।

(এইচএস/এটিআর/সেপ্টেম্বর ১২, ২০১৪)