বাগেরহাট প্রতিনিধি : শারদীয় দূর্গা পূজায় ৩দিনের সরকারি ছুটির দাবীতে বাগেরহাটে জাতীয় হিন্দু মহাজোট ও যুব-ছাত্র মহাজোটের উদ্যোগে মানববন্ধন পালন করা হয়েছে। শুত্রুবার সকালে বাগেরহাট জেলা জাতীয় হিন্দু মহাজোট ও যুব-ছাত্র মহাজোটের আয়োজনে বাগেহরহাট প্রেসক্লাবের সামনে বেলা ১০ টা থেকে  ঘন্টাব্যাপী এই মানববন্ধন পালন করে।

মানববন্ধন শেষে বক্তব্য রাখেন, জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রবীন্দ্রনাথ দেবনাথ, জেলা শাখার সভাপতি প্রতীক মজুমদার, সাধারন সম্পাদক প্রদ্যুৎ কুমার মন্ডল, অসিত কুমার মন্ডল, ডা: মনোরঞ্জন, ডা: হরেন্দ্রনাথ, শসাদর বাবুসহ নেতৃবৃন্দ। বক্তরা বলেন, হিন্দু সম্প্রদায়ের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গা পুজায় নানা আচার-অনুষ্ঠানে মধ্য দিয়ে পালন করতে হয়। সেকারনে ৩ দিনের ছুটির প্রয়োজন। তাই সরকারের কাছে ৩ দিনে সরকারী ছুটির দাবী জনান নেতৃবৃন্দ।

(একে/এটিআর/সেপ্টেম্বর ১২, ২০১৪)