নওগাঁ প্রতিনিধি : শুক্রবার নওগাঁয় কেক কেটে এবং আলোচনা সভার মধ্য দিয়ে বেসরকারী টেলিভিশন চ্যানেল আই-এর ২৩তম জন্মদিন পালিত হয়েছে। এদিন  সকাল সাড়ে ১০ টায় নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ। প্রেসক্লাবের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে নওগাঁ সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েল, বাংলাদেশ বেতারের নওগাঁ প্রতিনিধি এ্যাডভোকেট শেখ আনোয়ার হোসেন, সাবেক সভ্পাতি দৈনিক করতোয়া নওগাঁ প্রতিনিধি ম্ঃো নবির উদ্দিন, সাবেক সভাপতি এমদাদুল হক সুমন, সহ-সভাপতি সুলতানুল আলম মিলন, দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি ফরিদুল করিম তরফদার, যমুনা টেলিভিশন প্রতিনিধি শফিক ছোটন এবং চ্যানেল আই নওগাঁ প্রতিনিধি ইমরুল কায়েশ বক্তব্য রাখেন।

এ সময় প্রেসক্লাবের সদস্যবৃন্দ ছাড়াও আবৃত্তি পরিষদ নওগাঁ এবং নওগাঁ একুশে পরিষদসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে স্বাধীনতার ৫০ এ, চ্যানেল আই ২৩ শিরোনামে কেক কাটা হয়।

(বিএস/এসপি/অক্টোবর ০১, ২০২১)