নওগাঁ প্রতিনিধি : দেবী দূর্গার আগমনী মহালয়া উৎসব উপলক্ষে শুক্রবার নওগাঁর মহাদেবপুরে জীবন্ত মাতৃ পূজার আয়োজন করা হয়। বাংলাদেশ সনাতন বিদ্যাপীঠের উদ্যোগে উপজেলার কেন্দ্রীয় শ্রী শ্রীঁ রঘুনাথ জীঁউ মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোঃ ছলিম উদ্দীন তরফদার সেলিম এমপি।

সকাল ১০ টায় অনুষ্ঠানের প্রধানবক্তা রাজশাহী হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি তপন কুমার সেন ও প্রধান অতিথি এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিম মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মাধ্যমে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি অজিত কুমার মন্ডল সভাপ্রধানের দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আহসান হাবীব ভোদন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ বাবু, ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, বাংলাদেশ সনাতন বিদ্যাপীঠ তপন কুমার দেবনাথ, সদর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলু, পত্নীতলা উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক গৌতম কুমার দে, উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক প্রভাত কুসুম ব্যানার্জী বাবুল, শ্রীশ্রী রঘুনাথ জীউ মন্দির কমিটির সভাপতি নির্মল চন্দ্র বিশ্বাস, সুশান্ত কুমার দেবনাথ প্রমুখ। মঙ্গলদ্বীপ প্রজ্বালনের মাধ্যমে দিনব্যাপী এ অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে ছিল সন্তান কর্তৃক জীবন্ত মাতৃ পূজা, রুদ্রানী নৃত্য, দূর্গা দুর্গতি নাশিনী, মা দূর্গার নৃত্য (ধর্মীয় নৃত্য পরিবেশনা), মায়ের রুপে বাংলার রুপ, ছোটদের নাটক ও সনাতন ধর্মীয় সঙ্গীত পরিবেশন। এ অনুষ্ঠানে নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার ৩ শতাধিক পুত্র ও কন্যা সন্তান তাদের জীবন্ত মায়ের (গর্ভধারিনী) চরনে পুষ্পাঞ্জলি দিয়ে পূজা করে এবং মায়ের আশীর্বাদ নেয়। অনুষ্ঠান অন্তে আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হয়। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ সনাতন বিদ্যাপীঠের সাধারন সম্পাদক শ্রী অমিত কুমার মন্ডল জয়।

(বিএস/এসপি/অক্টোবর ০১, ২০২১)