শেরপুর প্রতিনিধি : খেলাধুলার মাধ্যমে আদিবাসীদের প্রতিভা বিকাশের লক্ষ্যে শেরপুরের নালিতাবাড়ীতে শুরু হয়েছে আদিবাসী ফুটবল টূর্ণামেন্ট। শুক্রবার বিকেলে নালিতাবাড়ী উপজেলার পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বারমারী খ্রিষ্ট ধর্মপল্লীর পাল পুরোহিত রেভারেন্ড ফাদার মনিন্দ্র এম. চিরান। উদ্বোধনী খেলায় ময়মনসিংহের হালুয়াঘাটের আছিকপাড়া একাদশ ট্রাইব্রেকারে ৪-২ গোলে ঝিনাইগাতির মরিয়ম নগর একাদশ দলকে পরাজিত করে। নির্দারিত সময়ে খেলাটি গোলশুন্য অমিমাংসিত ছিল। এলাকার শতশত ক্রিড়ামোদি দর্শক খেলাটি উপভোগ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে নালিতাবাড়ী ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান লুইস নেংমিনজা প্রধান অতিথি এবং শিক্ষক নেছার উদ্দিন, সমাজসেবী আব্দুস সবুর মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডাব্লিওএ) আয়োজিত এ ফটুবল টুর্নামেন্টে শেরপুরের নালিতাবাড়ী, ঝিনাইগাতি এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৮টি আদিবাসী ফুটবল দল নকআউট পদ্ধতিতে অংশ গ্রহন করছে।

(এইচবি/এটিআর/সেপ্টেম্বর ১২, ২০১৪)