মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুরে আন্তর্জাতিক অহিংস দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২ অক্টোবর) পিএফজি (পিস ফ্যাসিলিটেটর গ্রুপ) ও সুজনের উদ্যোগে মানববন্ধন, শান্তির পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গোপালপুরে পিএফজির উপজেলা সভাপতি অধ্যাপক বাণীতোষ চক্রবর্তীর সভাপতিত্বে এবং পিএফজির সমন্বয়কারি মাহবুব রেজা সরকার আতিকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সমরেন্দ্রনাথ সরকার, সুজন সভাপতি অধ্যাপক মীর আঃ রহিম, সহ-অধ্যাপক কেএম শামীম, ইউপি চেয়ারম্যান রওশন খান আইয়ুব, শিক্ষক সমিতির সভাপতি জি.এম ফারুক ও নারী নেত্রী আঞ্জু আনোয়ারা ময়না এবং সুজনের ভূঞাপুর শাখার সভাপতি অধ্যাপক মির্জা মহী উদ্দিন আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে অংশগ্রহণ করেন- উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম তরফদার বাদল, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্আলম প্রামাণিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, হায়দার আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামান বাবু, সুজনের সম্পাদক ও শরিফুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত, সাবেক ছাত্রলীগ নেতা ফারিদুজ্জামান রাসেল, হালিমুর রিপন, জুরান আলী, মুনিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা সমস্ত প্রকার হিংসা পরিহার করে অহিংস দেশ গড়ার আহবান জানান।

(এসএম/এসপি/অক্টোবর ০২, ২০২১)