ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : বাংলাদেশের কমিউনিস্টি পার্টি ঈশ্বরদী পৌর শাখার উদ্দোগ্যে ২ অক্টোবর প্রয়াত কমরেড জসীম উদ্দিন মন্ডলের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সকালে মরহুমের সমাধিতে পুষ্পমাল্য অর্পন করেন সিপিবি পাবনা জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আহসান হাবিব, ঈশ্বরদী উপজেলা কমিটির সভাপতি কমরেড শওকত আলী, কমরেড জসিম মন্ডলের কণ্যা কমরেড আসমা আলম, ঈশ্বরদী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড জুয়েল হোসেন সোহাগ, বাংলাদেশ কৃষক সমিতির পাবনা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড জামাত আলী মন্ডল, কমরেড ডাঃ অলোক মজুমদার, কমরেড জাকিরুর মওলা সুমন, শাহ রিপন, সজল মাষ্টার।

পরে সিপিবি পাবনা জেলা কমিটি, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, উদিচী শিল্প গোষ্ঠীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নাগকির কমিটির যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, উদিচীর নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই চৌধুরী মঞ্জু, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, সিপিবি পাবনা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আহসান হাবিব, উপজেলা কৃষক লীগের নেতা মুরাদ মালিথা, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের নেতা মিলন প্রমুখ।

পরিবারের পক্ষ থেকে পশ্চিম টেংরী সরকারি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে তোবারক বিতরণ করা হয়।

(এসকেকে/এএস/অক্টোবর ০২, ২০২১)