গাজীপুর প্রতিনিধি : এ কে খন্দকারের নাম ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। জেলার কাপাসিয়া মুক্তিযোদ্ধা চত্বরে এক সংবর্ধ্বনা অনুষ্ঠানে শুক্রবার তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘খোন্দকার মোশতাক, জিয়াউর রহমান ও মাহবুবুল আলম চাষীর নাম ইতিহাসের যে স্থানে নির্ধারিত হয়েছে একই কাতারে এ কে খন্দকারের নামও যাবে। তার বইয়ে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য সফল করার প্রয়াস রয়েছে।’

ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল সম্পর্কে তিনি বলেন, ‘তিন শ’র কাছাকাছি ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে। আরও ৩০ হাজার লোকের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করা হচ্ছে।’

ভুয়া মুক্তিযোদ্ধা সনদ গ্রহণকারী সচিবদের প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী সপ্তাহের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ সিকদারের সংবর্ধ্বনা অনুষ্ঠানে আয়োজক কমিটির আহ্বায়ক আব্দুল কবির মাস্টারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য মাহবুব আলী, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব ফণিভূষণ চৌধুরী।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ১৩, ২০১৪)