আন্তর্জাতিক ডেস্ক : গোলযোগপূর্ণ পূর্ব ইউক্রেনের জন্য দ্বিতীয় দফায় ত্রাণের একটি বিশাল বহর পাঠিয়েছে রাশিয়া। বহরের ৭০টি ট্রাক এরইমধ্যে সীমানা পেরিয়ে ইউক্রেনে ঢুকেছে।

শুক্রবার মধ্যরাতের আগেভাগেই দোনেস্ক অঞ্চলের কাস্টমস ও সীমান্ত কর্তৃপক্ষ ট্রাকগুলোকে ইউক্রেনে ঢোকার অনুমতি দেয়। মস্কো আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে, ত্রাণ সামগ্রী নিয়ে রাশিয়ার দ্বিতীয় বহরটি শনিবার ইউক্রেনে পৌঁছাবে।

গত মাসের শেষ দিকে রাশিয়া প্রথমবারের মতো ২৮০টি ট্রাকে করে ইউক্রেনে ত্রাণ পাঠিয়েছিল। ওই বহরে ছিল খাদ্য, পানি, ওষুধ এবং অন্যান্য জরুরি পণ্যসামগ্রী।

সে সময় ইউক্রেন সরকার ও পশ্চিমা দেশগুলো ত্রাণবহর পাঠানোর বিরোধিতা করে বলেছিল যে, এটা ইউক্রেনে আগ্রাসন চালানোর শামিল।

কিয়েভ সরকারের সামরিক অভিযানের কারণে এরইমধ্যে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে পূর্ব ইউক্রেনের বিরাট জনসংখ্যা।


(ওএস/অ/সেপ্টেম্বর ১৩, ২০১৪)