আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় চোরাই মোটরসাইকেলসহ একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীরা। 

গ্রেফতারকৃত চোরের আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দি প্রদান।

থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, উপজেলার ফুল্লশ্রী গ্রামের নেছার উদ্দিন ফকিরের বাড়ির ভাড়াটিয়া বাসিন্দা গৌরনদী থানার দিয়াশুর গ্রামের মুনসুর সরদারের ছেলে সুমন সরদারকে (২৫) স্থানীয়রা একটি চোরাই মোটরসাইকেলসহ তার ভাড়া বাড়ির সামনে থেকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চোরাই মোটরসাইকেলসহ সুমন সরদারকে আটক করে থানায় নিয়ে আসে।

এদিকে চুরি যাওয়া মোটরসাইকেলের মালিক গৌরনদী থানার পূর্ব বেহার গ্রামের মো. লোকমান হোসেন খবর পেয়ে থানায় এসে মোটরসাইকেলটি তার চুরি যাওয়া মোটর সাইকেল হিসেবে সনাক্ত করেন। মোটরসাইকেল চুরির ঘটনায় লোকমান হাওলাদার বাদী হয়ে আটক সুমন সরদারসহ অজ্ঞাতনামাদের আসামী করে চুরি মামলা দায়ের করেন। ওই মামলায় আটক সুমনকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়। মঙ্গলবার বিকেলে আদালতের বিচারক আমিনুল ইসলামের কাছে সুমন মোটরসাইকেল চুরির দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করলে বিজ্ঞ আদালত সুমন সরদারকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেছেন।

(টিবি/এসপি/অক্টোবর ০৬, ২০২১)