এ কে আজাদ, রাজবাড়ী : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার দুর্গাপূজা কমিটির নেতৃবৃন্দের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবু সাঈদ মাতুব্বর, নারুয়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মাষ্টার, জামালপুর ইউপি চেয়ারম্যান ইউনুস আলী সরদার, ইসলামপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন খানসহ পূজা উদযাপন পরিষদের নেতারা বক্তৃতা করেন।

মতবিনিময় সভায় ইউএনও আম্বিয়া সুলতানা বলেন, পূজা অনুষ্ঠান পালনে অবশ্যই স্বাস্থ্য বিধি অনুসরণ করতে হবে। কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। কেউ অপতৎপরতা চালালে তাৎক্ষনিক ভাবে প্রশাসনকে অবহিত করবেন।

(একে/এসপি/অক্টোবর ০৬, ২০২১)