টাঙ্গাইল প্রতিনিধি : “সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যু পরপরই নিবন্ধন” এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।

আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আমিনুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন, প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের সচিবসহ সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

(এসএম/এসপি/অক্টোবর ০৬, ২০২১)