ঠাকুরগাওপ্রতিনিধি : ঠাকুরগাও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মুণ্ডুমালা সীমান্তের ওপারে মো. খলিলউদ্দিন (২৮) নামের এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মুণ্ডুমালা সীমান্তের ৩৮২ নং পিলার ও ৫নং সাব পিলার এলাকায় ভারতের ১শ গজ অভ্যন্তরে ১২১ সোনামতির বিএসএফ সদস্যরা রবিবার রাত ১০টার দিকে তাকে আটক করে। খলিল ওই উপজেলার রত্নাই কাশিবাড়ি গ্রামের উলফু মিঞার ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি’র ঠাকুরগাঁও ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল কামাল জানান, খলিলউদ্দিন প্রায় দেড় মাস আগে সীমান্তের ওপারে যান এবং বৈধ কাগজপত্র না দেখাতে পেরে বিএসএফ’র সদস্যরা রবিবার তাকে আটক করে।

আটক মো. খলিলউদ্দিনকে ফেরত চেয়ে পতাকা বৈঠকের উদ্দেশে বিএসএফ’র কাছে চিঠি পাঠানো হয়েছে বলে তিনি জানান।

(ওএস/এইচআর/এপ্রিল ২৪, ০১৪)