অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : ঝিনাইদহের সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়িয়ে প্রতিনিয়ত সহযোগিতা ও সেবা করে যাচ্ছেন নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির হোসেন বিশ্বাস।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী হবার পর থেকে অসহায় মানুষের সেবা করে যাচ্ছেন তিনি।বিশেষ করে গত বছর করোনা মহামারি শুরুর পর থেকে নিজ উদ্যোগে ছয় হাজারের অধিক পরিবারকে বাড়ি বাড়ি গিয়ে নগদ অর্থ, চাল, ডাল, সয়াবিন তেল, মাছ, মাংসসহ কাচা বাজার প্রদান করে যাচ্ছেন।করোনা ও উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিদের সৎকারের সময় উপস্থিত থেকেছেন। এলাকার অবহেলিত মন্দির - মসজিদের উন্নয়নের ধারাও অব্যাহত রেখেছেন তিনি।

নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লব বিশ্বাস বলেন, অবহেলিত এক জনপদের নাম নলডাঙ্গা। এই এলাকার মানুষেরা দীর্ঘদিন ধরে অবহেলিত। এই অবহেলিত মানুষগুলোর খাদ্য ও চিকিৎসা সহায়তা নিয়মিত প্রদান করে যাচ্ছে আমাদের কবির ভাই । অনেক সময় দেখি যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী প্রদান করছে। আমাদের এলাকার কৃতি সন্তান কবির চেয়ারম্যানের উদ্যোগে এ সকল মানুষের পাশে দাঁড়ানো এ মহৎ কাজকে আমি স্বাগত জানাই।

চেউনিয়া এলাকার হতদরিদ্র সুষমা বিশ্বাস বলেন, আমি অনেক দিন ধরে খুব অসুস্থ।ঠিকমত কাজে যেতে পারছিলাম না।অনেক সময় যাচ্ছে একবেলা খেয়েও দিন পার করছি। এমন সময় চেয়ারম্যান আমাদের জন্য বাজার করে বাড়ি এনে দিয়ে গেছে।কয়েকদিন নিশ্চিন্তে খেয়ে থাকতে পারবো।আমার বয়স্ক ভাতার কার্ড করে দিছে। ভগবান কবির চেয়ারম্যানের মঙ্গল করুক।

নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বিশ্বাস বলেন, আমাদের এলাকা দীর্ঘদিন ধরে অবহেলিত। ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম এলাকার অসহায় মানুষের জন্য কিছু করবো। আমি চেয়ারম্যান নির্বাচিত হবার পর আমার সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি এলাকার অসহায় মানুষের পাশে দাড়ানোর। আগামীতেও আরো বৃহৎ পরিসরে মানুষের পাশে দাড়িয়ে সেবা করে যেতে চায়।এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।

নলডাঙ্গা সিদ্ধেশ্বরী কালী মন্দির কমিটির সভাপতি বঙ্কির চ্যাটার্জী জানান, আমি গত কয়েকবছর ধরে কবির চেয়ারম্যানের কার্যক্রম দেখে বিস্মিত। এলাকার অসহায়, দুঃস্থ ও হতদরিদ্রের জন্য যেভাবে খাদ্য ও চিকিৎসা সহায়তা দিয়ে আসছে তা একটা বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। আগামীতেও চেয়ারম্যান এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখুক।

(একে/এসপি/অক্টোবর ০৭, ২০২১)