রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাঘায় দুর্জয় নামে আট মাসের এক শিশুকে তার মায়ের সঙ্গে জেলহাজতে যেতে হয়েছে। নুরনগর গ্রামের ওই শিশুকে তার মা মুন্নি বেগমের সঙ্গে বুধবার জেলহাজতে পাঠান হয়।

চোরাই মদ তৈরি ও বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত ওই গৃহবধূকে এক বছরের কারাদণ্ড দিলে বাঘা থানা পুলিশ আট মাস বয়সী সন্তানসহ তাকে জেলহাজতে পাঠায়।

একই অপরাধে ঝরনা বেগম, হাসিনা বেগম ও লাবনী বেগম নামের আরও তিন নারীকে জেলহাজতে পাঠান হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালত ওই চার নারীকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা শাকিলা দিল হাছিন এ দণ্ডাদেশ দেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে নুরনগর গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান চালান হয়। এ সময় চোরাইমদ তৈরি ও বিক্রির দায়ে ওই চার নারীকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ওই সময় মদ তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম ধ্বংস করা হয় বলেও জানান ওসি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা শাকিলা দিল হাছিন জানান, অপরাধ স্বীকার করায় তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে ওই শিশুটির বিষয়ে প্রচলিত আইনী ব্যবস্থা নেওয়া যাবে বলে জানান তিনি।

(ওএস/এইচআর/এপ্রিল ২৪, ০১৪)