স্টাফ রিপোর্টার : ‘আন্দোলন করার মতো ক্ষমতা থাকতে হয়। খালেদা জিয়ার এ ক্ষমতা নেই। আন্দোলন কি খালেদা জিয়া জানেন না। অন্যরা আন্দোলন করলে সে আন্দোলনে ভাগ বসান তিনি’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলু এ মন্তব্য করেন।

শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এনপিপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নীলু বলেন, বেগম জিয়ার বড় ভুল আমাকে ২০ দলীয় জোট থেকে বহিষ্কার করা। দ্বিতীয় ভুল ঢাকা মহানগরীতে মির্জা আব্বাসকে আহ্বায়ক করা। এ দল দিয়ে কোনোদিনই আন্দোলন করে সফল হওয়া যাবে না।

তিনি বলেন, খালেদা জিয়াকে বুঝতে হবে পরিবার ও আপনার দলের ক্ষতি করছে কারা। মির্জা ফখরুলের ভারেই আপনি ডুববেন।

সদ্য ২০ দলীয় জোট থেকে বহিষ্কৃত এই নেতা বলেন, আগামীতে আমরা যে আন্দোলন করবো, সেখানে কেউ বাধা দিতে পারবে না। বিএনপি জোট থেকে অনেকেই আমাদের সাথে যোগ দেবেন।

যোগদান অনুষ্ঠানে এনপিপির পক্ষে ৭ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া, অবিলম্বে সব দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচন করা। শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা করা, ২৫ ফ্রেব্রুয়ারিকে জাতীয় শোক দিবস ঘোষণা করা।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ১৩, ২০১৪)