মাদারীপুর প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার সাধুর ব্রীজ এলাকার বেইলী ব্রীজের মেরামত করায় শনিবারও  যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। শুক্রবার সকাল থেকে মেরামত কাজ শুরু হলেও শনিবার বিকেল পর্যন্ত মেরামত কাজ শেষ হয়নি। ফলে সড়কের দু-পাড়েই আটক পড়েছে শত শত যানবাহন। সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। এতে যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

জানা যায়, বৃহস্পতিবার সকালে রাজৈর সাধুর ব্রীজ এলাকার বেইলী ব্রীজের একপাশের ট্রানজম পাত ডেবে যায়। তখন থেকেই ভারীযানবাহন চলাচল বন্ধ করে দেয় সওজ কর্তৃপক্ষ। শুক্রবার সকাল থেকে ব্রীজটি আরোও ক্ষতিগ্রস্ত হওয়ায় যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিয়ে মেরামত কাজ শুরু করে।

মাদারীপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের সহকারী প্রকৌশলী তানিমুল হক জানান, ‘বেইলী ব্রিজটি মেরামতের কাজ চলছে। তবে ব্রিজটির একপাশ দিয়ে ধীর গতিতে জরুরী যানবাহন ছেড়ে দেয়া হচ্ছে। আশা করছি দ্রুত মেরামত কাজ শেষ হবে।’

(এএসএ/এএস/সেপ্টেম্বর ১৩, ২০১৪)