এ কে আজাদ, রাজবাড়ী : জাতীয় সম্পদ রক্ষার্থে ইঁদুর মারি একসাথে’ এই স্লোগানে সারাদেশের ন্যায়, রাজবাড়ী জেলার  পাংশাতে জাতীয় ইঁদুর নিধন অভিযান এর কার্যক্রমের  শুভ উদ্বোধন করা হয়েছে। 

মাসব্যাপী ‘জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২১’ শুরু হয়েছে সোমবার (১১ অক্টোবর) উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ইঁদুর নিধনের এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাইনুদ্দিন আসাদসহ বিভিন্ন ইউনিয়নে দায়িত্বরত কৃষি কর্মকর্তারা।

এ সময় ৪০ জন কৃষকদের মাঝে ইঁদুর নিধনের বিষ বিতরণ করা হয়, পর্যায়ক্রমে ১শ’ জন কৃষকদের মধ্যে ইঁদুর মারার এই বিষ বিতরণ করা হবে। কৃষকদের উদ্দেশ্যে উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেন ইঁদুর প্রতিবছর আমাদের এক বছরের খাবার নষ্ট করে, যার মূল্য প্রায় ৬ শত কোটি টাকা। তাই আসুন সবাই ইঁদুর মারি, দেশের সম্পদ রক্ষা করি। ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ি।

(একে/এসপি/অক্টোবর ১১, ২০২১)