স্টাফ রিপোর্টার : শনিবার দুপুরে একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে বিএনপিপন্থী শিক্ষক ড. মাহবুব উল্লাহকে হাইকোর্টে পিটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তার গায়ের জামাও ছিঁড়ে ফেলা হয়।

এ প্রসঙ্গে ড. মাহবুব বলেন, আমি হাইকোর্টে মওদুদ আহমদের একটি গ্রন্থের প্রকাশনা উৎসব করে বের হচ্ছিলাম। যেখান দিয়ে বের হতে হয় সে দরজাটি খুব ছোট বিধায় আমাকে ৫ জন লোক সেখানে আটকে মারধর করতে শুরু করে। তারা আমাকে ঘুষি মারে, চোখে আঘাত করে। মেঝেতে ফেলে মারতে থাকে। পরে আয়োজকরা এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ সন্ত্রাসী হামলার বিচার দাবি করেন তিনি।

এদিকে এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

খালেদা জিয়া বলেন, ‘এর দায়-দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই নিতে হবে। আমি টেলিভিশনে দেখতে চাই এর সঙ্গে জড়িত দুর্বৃত্তদের গ্রেফতার করা হয়েছে।’

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ১৩, ২০১৪)