নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : কুমিল্লার চৌদ্দগ্রামে শনিবার সকালে একটি কাভার্ডভ্যানসহ ৬০ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জানা গেছে, শনিবার সকালে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ভারত সীমান্তবর্তী রাঙ্গামাটিয়া ও নোয়াপাড়া এলাকা থেকে শাড়ি ভর্তি করে একটি কাভার্ডভ্যান চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা করে। গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রামের আটগ্রাম সমিান্ত ফাাঁড়ির বিজিবি সুবেদার মো. সহিদুল হকের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খালাশি মসজিদ এলাকায় কাভার্ডভ্যানটি আটক করে। পরে সেটি তল্লাশী চালিয়ে এক হাজার দুইশটি উন্নতমানের ভারতীয় শাড়ি পাওয়া যায়। আটককৃত শাড়ির মূল্য ৬০ লাখ টাকা।

এছাড়াও একইদিন বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১২৩ বোতল হুইস্কি, ২৯ বোতল ফেনসিডিল, ১৪৮ বোতল স্কার্প সিরাপ, ২৪ বোতল বিয়ার, ৯৫ টি শাড়ী, ৩৯৬ টি চকলেট, ৯ কেজি গুড়োদুধ, ৮৮ বোতল অমল কুল দুধ, ১০৮ টি কসমেটিকস সামগ্রী, ১৯৯ কেজি জিরা এবং ২৭৭২ কেজি বাংলাদেশী আলু আটক করতে সক্ষম হয় বিজিবি। আটককৃত মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও অন্যান্য মালামাল কাস্টমস অফিসে জমা করা হয়েছে বলে বিজিবি ১০ ব্যাটেলিয়ানের অতিরিক্ত পরিচালক মোঃ আতাউল্লাহ জামী নিশ্চিত করেছেন।

(এইচকেজে/এএস/সেপ্টেম্বর ১৩, ২০১৪)