নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : কুমিল্লার দেবিদ্বারের স্টুডিও ব্যবসায়ী নারায়ণ চন্দ্র পাল হত্যাকাণ্ডের প্রধান আসামী ফিরোজ(২০) কে আজ শনিবার ভোরে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকারী ফিরোজ দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের বাউরা গ্রামের মৃত সব্দর আলী সরকারের ছেলে। এদিকে হত্যাকারীর সুষ্ঠু বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

দেবিদ্বার থানার ওসি মিজানুর রহমান জানান, ফিরোজ ব্যবসায়ী নারায়ণকে হত্যার পর তার স্টুডিও’র ক্যামেরা, কম্পিউটারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে অন্যত্র রাখে। গোপন সংবাদের ভিত্তিত্বে শনিবার ভোরে ফিরোজকে আটক করার পর ফিরোজ হত্যার ঘটনা স্বীকার করে এবং সে নিজেই নারায়ণকে হত্যা করেছে বলে জানায়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে হত্যাকারীর ফাঁসির দাবিতে শনিবার দুপুরে দেবিদ্বারের মোহনপুর বাজারে মানববন্ধন করেছে বাজারের সকল ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসী। ব্যবসায়ী নুরুল ইসলাম এর উদ্যোগে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা শাহদাৎ হোসেন মিঠু, সাবেক ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম, আব্দুস সালাম মেম্বার, আব্দুল হালিম, আব্দুস সালাম, সবুজ, সাংবাদিক মামুনুর রশিদ সরকার, সাংবাদিক সাইফুল ইসলামসহ বাজারের সকল ব্যবসায়ী, জনপ্রতিনিধি, এলাকার প্রায় দুই সহস্রাধিক এলাকাবাসী মানববন্ধনে অংশ নেয়। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী প্রতিবাদ মিছিল করে।

প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর বুধবার রাতে উপজেলার মোহনপুর গ্রামের সুরেশ চন্দ্র পাল এর ছেলে এবং মোহনপুর বাজারের স্টুডিও ব্যবসায়ী নারায়ণ চন্দ্র পাল (২৬)কে ছুরিকাঘাত ও বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তিরা। এ ঘটনায় নিহতের বড় ভাই দুলাল চন্দ্র পাল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

(এইচকেজে/এএস/সেপ্টেম্বর ১৩, ২০১৪)