কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : অপহরণে ব্যর্থ হয়ে কলেজ ছাত্রীকে খুন ও আবারও অপহরণ করার অব্যাহত হুমকিতে কলেজ ছাত্রী বিথি আক্তারের কলেজে যাওয়া বন্ধ হয়ে গেছে। পটুয়াখালীর কলাপাড়ার ধুলাসার ইউনিয়নের আলহাজ্ব জালাল উদ্দিন কলেজের এ ছাত্রীকে অপহরণের চেষ্টা করে একই এলাকার চিহ্নিত বখাটে মাইনুল ইসলাম নান্নু। গত ৯ সেপ্টেম্বর এ অপহরণ চেষ্টার ঘটনায় কলাপাড়া থানায় কলেজ কতৃপক্ষ লিখিত অভিযোগ দায়ের করলেও এখনও গ্রেফতার হয়নি বখাটে নান্নু।

অভিযোগে জানা যায়, ঘটনার দিন কলেজ ছাত্রী বিথি কলেজ শেষে বাসায় ফেরার পথে তাকে মোটরসাইকেলে জোড়পূর্বক তুলে অপহরনের চেষ্টা করে নান্নু। এ সময় তার ডাকচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে বিথিকে উদ্ধার করলেও পালিয়ে যায় নান্নু। এ ঘটনার পর থেকে বিথি চরম আতংকে রয়েছে। অপহরন আতংকে তার লেখাপড়া বন্ধের উপক্রম হয়েছে। বখাটে নান্নুর অব্যাহত হুমকিতে সে এখন ঘর থেকে বাইরে বের হতেও সাহস পাচ্ছেনা।

এ ব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সনাতন বিশ্বাস জানান, বিথীর লেখাপড়া নির্বিঘ্নে করার জন্য ওই বখাটের বিরুদ্ধে কলাপাড়া থানায় অভিযোগ দেয়া হয়েছে। পুলিশ বখাটেকে গ্রেফতার করার আশ্বাস দিয়েছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মাসুদুজজামান জানান, আমরা অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

(এমকেআর/এএস/সেপ্টেম্বর ১৩, ২০১৪)